Logo
Logo
×

জাতীয়

কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তর ও পশ্চিমাঞ্চল, তাপমাত্রা কমার আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তর ও পশ্চিমাঞ্চল, তাপমাত্রা কমার আভাস

পৌষের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার প্রবণতা বাড়তে পারে, ফলে এসব অঞ্চলে শীতের অনুভূতিও বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী কয়েক দিন কুয়াশা আরও ঘন হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করবে। এতে এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম অনুভূত হতে পারে। কুয়াশার কারণে সূর্যের আলো পৌঁছাতে দেরি হওয়ায় শীতের অনুভূতি বাড়বে বলেও জানান তিনি। 

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্তও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। 

বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন শেষরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম