Logo
Logo
×

জাতীয়

আধুনিক প্রযুক্তির ভাষা আরবি: আলজেরিয়ার রাষ্ট্রদূত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

আধুনিক প্রযুক্তির ভাষা আরবি: আলজেরিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলৌহাব সাইদানী। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলৌহাব সাইদানী বলেছেন, আরবি ভাষা সংরক্ষণের অর্থ আধুনিকতা থেকে বিচ্ছিন্ন করা নয় বরং এর অর্থ বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা এবং ডিজিটাল উদ্ভাবনের ভবিষ্যতের ভাষা বলার ক্ষমতায়ন করা।

তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে নিশ্চিত করি, আরবি কেবল লাইব্রেরিতেই সংরক্ষিত হবে না বরং পর্দায়, পরীক্ষাগারে, শ্রেণিকক্ষে এবং বিশ্বব্যাপী সংলাপের কেন্দ্রবিন্দুতেও আরও জীবন্ত হবে। হবে আধুনিক প্রযুক্তি ক্ষেত্রেও অন্যতম ভাষা।

রোববার (২১ ডিসেম্বর) আলজেরিয়া দূতাবাসে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস-২০২৫ উদযাপন করেছে আলজেরিয়ার দূতাবাস। ঢাকাস্থ দূতাবাস প্রাঙ্গণে এক আনুষ্ঠানে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশেও বিশাল পরিসরে আরবি ভাষা চর্চার প্রশংসা করেন। 

প্রাণবন্ত এ অনুষ্ঠানে ছিল শিশুদের পরিবেশনা, আরবি ভাষার গুরুত্ব ও ভবিষ্যত নিয়ে আলোচনা, অডিও এবং ভিডিও প্রদর্শনী। 

রাষ্ট্রদূত আব্দেলৌহাব সাইদানী বলেন, আরবি সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ ভাষা। এটি শতাব্দী এবং মহাদেশজুড়ে বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতি বহন করে এসেছে। তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তথ্য বিপ্লবের যুগে প্রশ্ন আরবি টিকে থাকবে কিনা তা নয় বরং এটি কীভাবে নেতৃত্ব দেবে। এই নেতৃত্ব নির্ভর করে আরবি ভাষাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে একীভূত করার ক্ষমতার ওপর। এর গভীরতা, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক সত্যতা সংরক্ষণ করার ওপর।

তিনি আরও জানান, আরবি ভাষা শিক্ষাকে শক্তিশালী করা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে ডিজিটালাইজেশন ও ভাষাগত গবেষণা উৎসাহিত করা, আরবি সাহিত্য, প্রকাশনা ও অনুবাদে সহায়তা প্রদান, একাডেমিক ফোরাম ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতার সেতু হিসেবে বহুভাষিকতার পক্ষে সমর্থন— এসব ক্ষেত্রে আলজেরিয়া সক্রিয়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, ইসলামি চিন্তাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন আরবি ভাষাকে সভ্যতা ও বিশ্বাসের ভাষা হিসেবে বর্ণনা করে এর ঐতিহাসিক যাত্রা ও সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য দেন। 


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম