‘মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান।
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি বলেন, উনসত্তরের গণভ্যুত্থানের সময় মওলানা ভাসানীর নির্দেশে ২৪ জানুয়ারি ১৯৬৯ সালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ পত্রিকার অফিসে হামলা চালিয়ে তা পুড়িয়ে দেয়। তখন পত্রিকাগুলোর সম্পাদকীয় নীতিকে গণবিরোধী আখ্যা দেওয়া হয়েছিল এবং পাশের পেট্রোল পাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তিনি আরও বলেন, এ ঘটনা ছিল পাকিস্তানি ঔপনিবেশিক শাসনামলের। স্বাধীন দেশে এ ধরনের রাজনীতি চলতে পারে না। এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করা। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা সমাজের মূলভিত্তি সংরক্ষণের জন্য অপরিহার্য।
দেশের অন্যতম দুই গণমাধ্যমে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সাংবাদিক মারুফ কামালের ফেসবুক স্ট্যাটাসকে সময়োপযোগী হিসেবে দেখছেন নেটিজেনরা।

