Logo
Logo
×

বাংলার মুখ

জয়পুরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সোমবার রাতে জয়পুরহাটের সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হামিদ দুলাল (দুলাল চেয়ারম্যান) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে। আহত বিএনপি নেতা আবদুল হামিদ দুলাল জয়পুরহাট সদরের বেলআমলা গ্রামের মাংনীপাড়া এলাকার মহাতাব উদ্দিনের ছেলে। এখন পর্যন্ত এ সন্ত্রাসী হামলার সঠিক কারণ জানা যায়নি। তবে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশে এ হামলা চালায় বলে দাবি তার স্বজন ও দলের সহকর্মীরা। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. মোমিনুল হক জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাটি জানার পর ওসি নিজে হাসপাতালে গিয়েছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম