সাংবাদিকরা ঝুঁকির মধ্যে পড়বেন: সুলতানা কামাল
যুগান্তর রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ২২:৩৭:০০ | অনলাইন সংস্করণ
ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী সুলতানা কামাল যুগান্তরকে বলেন, আইনটা সংশোধন হওয়া উচিত। কারণ আমার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে বাক-স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সাংবাদিকরাও ঝুঁকির মধ্যে পড়বেন।
তিনি বলেন, এর মাধ্যমে মানুষের তথ্য জানার অধিকারকে বিঘ্নিত করা হলো। আমার মতে, এমন আইন করা উচিত যাতে নিরাপত্তার বিধান নিশ্চিত হবে ঠিকই; আবার বাক-স্বাধীনতাও খর্ব হবে না।
তিনি বলেন, এ ধরনের আইন করার আগে অংশীজনের মতামত নিলে ভালো হয়। তবে এখনো সে সুযোগটি আছে পুনর্বিবেচনা করার। তা না করা হলে ৫৭ ধারায় আগে যেমন অপব্যবহার হতো সেটাই হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাংবাদিকরা ঝুঁকির মধ্যে পড়বেন: সুলতানা কামাল
ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী সুলতানা কামাল যুগান্তরকে বলেন, আইনটা সংশোধন হওয়া উচিত। কারণ আমার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে বাক-স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সাংবাদিকরাও ঝুঁকির মধ্যে পড়বেন।
তিনি বলেন, এর মাধ্যমে মানুষের তথ্য জানার অধিকারকে বিঘ্নিত করা হলো। আমার মতে, এমন আইন করা উচিত যাতে নিরাপত্তার বিধান নিশ্চিত হবে ঠিকই; আবার বাক-স্বাধীনতাও খর্ব হবে না।
তিনি বলেন, এ ধরনের আইন করার আগে অংশীজনের মতামত নিলে ভালো হয়। তবে এখনো সে সুযোগটি আছে পুনর্বিবেচনা করার। তা না করা হলে ৫৭ ধারায় আগে যেমন অপব্যবহার হতো সেটাই হবে।