সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে ঐক্যফ্রন্টের শোক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ১১:৫৪ এএম
সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
শোক বার্তায় ড. কামাল হোসেন বলেন, গুণী এ সাংবাদিক নেতার মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুম আমানুল্লাহ কবীরের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর। তার বয়স হয়েছিল ৭২ বছর।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক, আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক, ডেইলি স্টার ও ইনডিপেনডেন্টের বার্তা সম্পাদক ছিলেন।
সর্বশেষ আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
দীর্ঘদিন ধরে আমানুল্লাহ কবীর লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।
