সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী আর নেই
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬ এএম
রবার্ট অ্যাশবি নামে খ্যাত রাশেদ সোহরাওয়ার্দী । ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
না ফেরার দেশে চলে গেলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ও নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী। (ইন্না লিল্লাহি........রাজিউন)।
বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের গ্রেটার লন্ডনের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি রাশেদ সোহরাওয়ার্দীর একজন ঘনিষ্ঠজন।
বন্ধুর মৃত্যুতে শোকাহত সুলতান শরীফ বলেন,‘গত ৩ ফেব্রুয়ারি রাশেদের সঙ্গে জমিয়ে গল্প করেছি। আজ মৃত্যুর খবর এলো।’
সুলতান শরীফ বলেন, মরহুমের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। সব তথ্য জানার পর সবাইকে জানানো তা হবে।
গত ৩ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইউনিয়নে ‘আল জাজিরা: হেড টু হেড’ অনুষ্ঠানে এসেছিলেন রাশেদ সোহরাওয়ার্দী।
রাশেদ সোহরাওয়ার্দী ব্রিটেনে রবার্ট অ্যাশবি নামে পরিচিত।
তিনি একজন খ্যাতিমান ব্রিটিশ লেখক ও অভিনেতা।
এই খ্যাতিমান ব্রিটিশ অভিনেতা ‘লিজেন্ড’ (২০১৫), ‘ডক্টর হু’ (১৯৬৩) ও ‘জিন্নাহ’ (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি।
