Logo
Logo
×

জাতীয়

‘বোমা মেশিন’ বন্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন মন্ত্রী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৯ পিএম

‘বোমা মেশিন’ বন্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন মন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন। ফাইল ছবি

পরিবেশ বিধ্বংসী বালু ও পাথর কাটার মেশিন ‘বোমা মেশিন’ বন্ধে কঠোর হতে সিলেট বন বিভাগ ও পরিবেশ অধিদফতর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন।

এ ছাড়া বায়ু কিংবা পরিবেশ যেসব কারণে দূষিত হয় সেগুলোর একটি হল ইটভাটা। নিঃসন্দেহে প্রয়োজনের খাতিরেই ইটভাটা স্থাপন করা হচ্ছে। কিন্তু একটি প্রয়োজন মেটাতে গিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যকে উপেক্ষা করা সমীচীন নয়।

শনিবার সকাল সাড়ে দশটায় সিলেটের টিলাগড়ের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সিলেট বন বিভাগ ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন।

তিনি জানান, দেশে যতগুলো ইটভাটা আছে সেগুলোর বেশির ভাগই আইন অমান্য করে স্থাপন করা হয়েছে। তাছাড়া স্কুল-কলেজের ও লোকালয়ের পাশে সেগুলো স্থাপন হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। তাই ইটভাটা বন্ধে নতুন আইন হচ্ছে। আজ সংসদে পাস হতে পারে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের অবকাঠামো নির্মাণে সারা দেশে মাত্র দশটি আধুনিক প্রযুক্তি সংবলিত ইটভাটা থাকলেই যথেষ্ট। এসব ইটভাটা প্রতিদিন অন্তত এক লাখ ইট প্রস্তুত করতে সক্ষম হবে। দশজন আলাদা ইটভাটা না খুলে দশজন মিলে একটি করে এভাবে মাত্র দশটি ইটভাটা দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব।

সিলেট বন বিভাগের কর্মকর্তা মনিরুল ইসলাম এবং পরিবেশ অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন রেঞ্জ এবং বিটের কর্মকর্তা ও কর্মচারীরা।

বোমা মেশিন বিধ্বংসী বালু ও পাথর কাটা বনমন্ত্রী শাহাব উদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম