Logo
Logo
×

জাতীয়

শাহ আলমগীরের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ এএম

শাহ আলমগীরের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘শাহ আলমগীর দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরিবোর্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে কমিশন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের অন্যতম এক শরিককে হারাল।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, শাহ আলমগীর শত ব্যস্ততার মাঝেও দুদক মিডিয়ার অ্যাওয়ার্ডসহ কমিশনের দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতেন।

দুদক চেয়ারম্যান শাহ আলমগীরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

তিনি প্রেসক্লাবে বিকাল ৩টায় জানাজা হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রেসক্লাবের সব সদস্যকে জানাজায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যু হয় শাহ আলমগীরের।

গত ২১ ফেব্রুয়ারি থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন জ্যেষ্ঠ এ সাংবাদিক।

৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে শাহ আলমগীর চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশনে হেড অব নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক (বার্তা) এবং মাছরাঙা টেলিভিশনে বার্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পিআইবিতে যোগ দেয়ার আগে তিনি সর্বশেষ এশিয়ান টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক পদে ছিলেন।

 

শাহ আলমগীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম