Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট ডিকসন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৩:৪৯ পিএম

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট ডিকসন

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট ডিকসন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্ট ডিকসন। তিনি আলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হচ্ছেন। চলতি মাসেই দায়িত্ব গ্রহণ করবেন ডিকসন।

ব্রিটিশ ফরেন অফিস জানিয়েছে, ডিকসন ওয়েস্টার্ন বলকানস প্রোগ্রাম অব দি ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। এবারই প্রথম কোনো মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

এর আগে সাউথ এশিয়া রিজিয়নে কাবুল মিশনে ডেপুটি হেড হিসেবে নিযুক্ত ছিলেন তিনি, তারপর অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্সও হন। তিনি ম্যানিলা, ওয়াশিংটন এবং ইরাকেও কাজ করেছেন।

যুক্তরাজ্য নতুন হাইকমিশনার রবার্ট ডিকসন বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম