পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গত ১০ বছরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পিএসসির ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকালে প্রতিমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু করেন। এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়।
প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত জায়গা উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, যেখান থেকে প্রজাতন্ত্রের প্রথম ও দ্বিতীয় শ্রেণির মেধাবী কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, কর্ম কমিশন নতুন সহস্রাব্দে বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় প্রজাতন্ত্রের প্রয়োজনীয় যোগ্য কর্মী বাহিনী নির্বাচনের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে এই সাংবিধানিক দায়িত্ব সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুচারূপে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করছে।
অনুষ্ঠানের শুরুতেই সচিবের বক্তব্যের পর কমিশনের সদস্য আব্দুল জব্বার খান ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
