Logo
Logo
×

জাতীয়

হাসপাতালে আসামিদের মোবাইল সরবরাহের অভিযোগে ৪ কারারক্ষী বরখাস্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ০৯:৫৯ এএম

হাসপাতালে আসামিদের মোবাইল সরবরাহের অভিযোগে ৪ কারারক্ষী বরখাস্ত

হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামিদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেয়ার অভিযোগে চার কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। 

বুধবার সকালে তাদের বরখাস্তের আদেশ দেয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনাটি তিন দিন আগের। বরখাস্ত হওয়া চারজন তিনটি হাসপাতালে দায়িত্বে ছিলেন। দায়িত্বরত অবস্থায় তাদের সবার কাছে মোবাইল পাওয়া যায়। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া চার কারারক্ষী হলেন- শাহিন মিয়া, আবদুল আজিজ, সাইফুল ইসলাম ও জনিরুল ইসলাম। 

তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বিএসএমএমইউ এবং পঙ্গু হাসপাতালে আসামিদের সঙ্গে দায়িত্বরত ছিলেন বলে কারাসূত্র জানিয়েছে।

আসামি কারারক্ষী বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম