Logo
Logo
×

জাতীয়

পল্লী বিদ্যুতে ২০০০ জনবল নিয়োগ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৫:১২ এএম

পল্লী বিদ্যুতে ২০০০ জনবল নিয়োগ

ফাইল ছবি

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো)। ‘লাইন ক্রু লেভেল-১’ পদে ২০০০ জনকে নিয়োগ দেয়া হবে। বিদ্যুৎ অফিসে কাজের আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহীদের আগামী ২৩ এপ্রিল নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদনের যোগ্যতা

মাধ্যমিক (এসএসসি) ও সমমান পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শারীরিক যোগ্যতা 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফিত ৩২ ইঞ্চি থাকতে হবে। এ ছাড়া সুস্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। 

বয়স 

১ এপ্রিল ২০১৯ তারিখে ১৮-২২ বছর। বিশেষ ক্ষেত্রে ২৫ বছর গ্রহণযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহীরা www.reb.gov.bd-এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি, নিজ জেলায় আবেদন করতে হবে। ২৩ এপ্রিল ২০১৯ সকাল ৯টায় নিজ নিজ জেলার বিদ্যুৎ সমিতির অফিসে থাকতে হবে।

বেতন

চূড়ান্ত নিয়োগপ্রাপ্তরা ২৫,০০০ টাকা বেতন পাবেন।

চাকরি সরকারি চাকরি সরকারি-বেসরকারি চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম