Logo
Logo
×

জাতীয়

সড়কে নৈরাজ্য বন্ধে আজ থেকে ‘ট্রাফিক পক্ষ’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:১৯ এএম

সড়কে নৈরাজ্য বন্ধে আজ থেকে ‘ট্রাফিক পক্ষ’

ট্রাফিক সপ্তাহ শুরু। ছবি: সংগৃহীত

সড়ক-মহাসড়কে নৈরাজ্য বন্ধে ও জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে ফের দেশব্যাপী পালিত হচ্ছে ‘ট্রাফিক পক্ষ’। এর মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল থেকে সারা দেশে একসঙ্গে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এর আগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হয়। অবৈধ গাড়িগুলোকে আটকিয়ে সাজা দেয়া হয়। 

ট্রাফিক সপ্তাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম