Logo
Logo
×

জাতীয়

ফেনীর নুসরাতকে নিয়ে চলচ্চিত্র

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৪ এএম

ফেনীর নুসরাতকে নিয়ে চলচ্চিত্র

নুসরাত জাহান রাফি। ছবি: যুগান্তর

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। 

‘নুসরাত’ শিরোনামেই নির্মিত হবে চলচ্চিত্রটি। এরই মধ্যে এ চলচ্চিত্রের প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছেন এ নির্মাতা।

নুসরাতকে নিয়ে সিনেমা নির্মাণের বিষয়ে দেলওয়ার জাহান ঝন্টু বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই নির্মমভাবে জীবন দিতে হলো নুসরাতকে। 

একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় আমি এড়িয়ে যেতে পারি না। নিজের দায়িত্ববোধ থেকেই এ ছবিটি নির্মাণ করব আমি।

সব ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি। 

প্রসঙ্গত গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করেছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিন তলায় যান।

সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু ঘটে।

সোনাগাজী ফেনী নুসরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম