৩৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার প্রকাশিত এ ফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক শুরু হয়।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ৩৯তম বিশেষ বিসিএসের ফল চূড়ান্ত। এটি খুব শিগগির প্রকাশ করা হবে।
সাধারণত বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগে বৈঠক করে পিএসসি। এর পরপরই ফল প্রকাশের বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ফলাফল দেখুন-
২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ হাজার ৫৮৩ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন।
পরবর্তীতে ৬ সেপ্টেম্বর প্রকাশিত এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৩৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার প্রকাশিত এ ফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক শুরু হয়।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ৩৯তম বিশেষ বিসিএসের ফল চূড়ান্ত। এটি খুব শিগগির প্রকাশ করা হবে।
সাধারণত বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগে বৈঠক করে পিএসসি। এর পরপরই ফল প্রকাশের বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ফলাফল দেখুন-
২০১৮ সালের ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ হাজার ৫৮৩ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন।
পরবর্তীতে ৬ সেপ্টেম্বর প্রকাশিত এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়।