রাজশাহী-খুলনা রুটে নতুন ট্রেন চালু হবে: রেলমন্ত্রী
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০১৯, ০১:১১ পিএম
ঠাকুরগাঁও রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, শিগগির রাজশাহী থেকে খুলনার দিকে আরেকটি নতুন ট্রেন চালু করবে সরকার।
শনিবার দুপুরে ঢাকা-পঞ্চগড় রুটে পঞ্চগড় এক্সপ্রেস নামে নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও রেলস্টেশনে এক আলোচনা সভায় মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন ট্রেনটি চালু করাতে পঞ্চগড় ও ঠাকুরগাঁও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
রেলমন্ত্রী বলেন, নৌকায় (আওয়ামী লীগ) ভোট দিলে মানুষের প্রত্যাশা পূরণ হয়। বিএনপিকে ভোট দিয়ে মানুষ প্রতারণার শিকার হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সম্পাদক মুহা. সাদেক কুরাইশী প্রমুখ।