Logo
Logo
×

জাতীয়

টেলিযোগাযোগ অধিদফতরের ডিজি হলেন মহসিনুল আলম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০১৯, ০৩:২৮ পিএম

টেলিযোগাযোগ অধিদফতরের ডিজি হলেন মহসিনুল আলম

ছবি-যুগান্তর

টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হয়েছেন মো. মহসিনুল আলম। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অবসর উত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব মো. মহসিনুল আলমকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। 

অপর এক প্রজ্ঞাপনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আফালকাটি গ্রামের প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে তিন বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সদস্য(কারিগরি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 

আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীমকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. মহসিনুল আলম টেলিযোগাযোগ অধিদফতর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম