Logo
Logo
×

জাতীয়

ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ০৭:০০ এএম

ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই

রিজিয়া রহমান। ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই। শুক্রবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

অসংখ্য উপন্যাসের জননী এই লেখক দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

রিজিয়া রহমানে জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। ১৯৪৭ সালে দেশবিভাগের পর স্বপরিবারে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। সেই থেকে ৫ দশক ধরে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্য লিখে আসছেন। 

কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই। তার লেখা পাঠকপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘ঘর ভাঙা ঘর’, ‘রক্তের অক্ষর’, ‘উত্তর পুরুষ’, ‘বং থেকে বাংলা, ধবল জ্যোৎস্না, প্রভৃতি।

উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে রিজিয়া রহমান বাংলা একাডেমি পুরস্কার পান। পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে এ গুণী লেখককে একুশে পদকে ভূষিত করা হয়।

রিজিয়া রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম