Logo
Logo
×

জাতীয়

ভারতের নাগরিকত্ব বিলের জেরে ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী: আনন্দবাজার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ এএম

ভারতের নাগরিকত্ব বিলের জেরে ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী: আনন্দবাজার

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) রাজ্যসভাতে ছাড়পত্র পাওয়ায় ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে বিক্ষোভের মাত্রা বাড়ছে। এ সময় ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তোলেন।

উত্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেই তাদের এই তথ্য দিয়ে থাকুক, এটা সঠিক নয়। বিভিন্ন ধর্মের বহু মানুষই আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমরা কখনই কাউকে ধর্মের ভিত্তিতে দেখি না।’

নাগরিকত্ব পররাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম