Logo
Logo
×

জাতীয়

আবারও বাড়ল স্বর্ণের দাম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৭ পিএম

আবারও বাড়ল স্বর্ণের দাম

একমাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে।  ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে।  

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এর আগে সর্বশেষ গত ২৪ নভেম্বর স্বর্ণের দাম এই তিন ক্যারেটের স্বর্ণের দাম একই দাম বাড়ানো হয়েছিল।  এছাড়া গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।  যা বুধবার পর্যন্ত এই ক্যারেটের স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা।  যা বুধবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৬৯৬ টাকায়।

আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।  যা বুধবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৫০ হাজার ৬৮০ টাকায়।

তবে একমাসের ব্যবধানে এই তিন মানের স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।  সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা। 

স্বর্ণ দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম