Logo
Logo
×

জাতীয়

এনবিআর চেয়ারম্যান হলেন রহমাতুল মুনিম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০২:২০ পিএম

এনবিআর চেয়ারম্যান হলেন রহমাতুল মুনিম

আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ২ (দুই) বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। 

সিনিয়র সচিব রহমাতুল মুনিম এর নিয়মিত চাকরির মেয়াদ শেষ হবে ৫ জানুয়ারি। এর আগে ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ৬ জানুয়ারি থেকে তার অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়। এজন্য অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে তাকে ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য করা হয়েছে। তিনি যোগদানের পর থেকে আগামী ৫ বছর এ দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এনবিআর চেয়ারম্যান হলেন রহমাতুল মুনিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম