Logo
Logo
×

জাতীয়

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক কাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৫:০৪ এএম

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক কাল

আওয়ামী লীগের ২১ তম কাউন্সিলে দলটির সভাপতি নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সেখানে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ নিয়ে ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন। 

এদিন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও হবে। এসব কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এবং বেলা ১১টায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে সেখানে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশ নেবেন শেখ হাসিনা। দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

আওয়ামী লীগ শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম