Logo
Logo
×

জাতীয়

সিএমএইচে বেসামরিক রোগীদেরও চিকিৎসা দেয়ার সুপারিশ

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৩:০১ পিএম

সিএমএইচে বেসামরিক রোগীদেরও চিকিৎসা দেয়ার সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সামরিক রোগীদের পাশাপাশি বেসামরিক রোগীদেরও সুচিকিৎসার দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

রোবরাব সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।

বৈঠকে সশস্ত্র বাহিনীতে চিকিৎসা সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ ও তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আধুনিক আইসিইউ স্থাপনসহ ১৪তলা বিশিষ্ট আধুনিক হৃদরোগ-চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সিএমএইচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম