Logo
Logo
×

জাতীয়

জাতীয় পার্টির নেতা এবিএম নূরুল ইসলাম আর নেই

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ এএম

জাতীয় পার্টির নেতা এবিএম নূরুল ইসলাম আর নেই

আইনজীবী অ্যাডভোকেট এবিএম নূরুল ইসলাম। ছবি: যুগান্তর

রাজবাড়ী-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক গণপরিষদ ও জাতীয় পরিষদ সদস্য, জাতীয় পার্টির নেতা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নূরুল ইসলাম (৮৭) আর নেই।

সোমবার রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার কলাবাগানস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফসার্পোটে থাকাবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে নিয়ে আসা হবে। বাদ আসর সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, গত ৩০ জানুয়ারি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ ফেব্রুয়ারি তাকে কলাবাগানস্থ বাড়িতে নিয়ে আসা হয়।

৯ ফেব্রুয়ারি রাতে তিনি গুরুতর অসুস্থ হলে রাত ১১-৫০ মিনিটের সময় তাকে রাজধানী ঢাকার কলাবাগানস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফসার্পোটে রাখা হয়। এর পর রাত দেড়টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নূরুল ইসলাম ১৯৯৬, ২০০১, ২০১৮ সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

 

জাতীয় পার্টি সুপ্রিমকোর্ট জানাজা ইন্তেকাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম