Logo
Logo
×

জাতীয়

মালয়েশিয়ায় শ্রমবাজার শিগগিরই চালু হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৫ পিএম

মালয়েশিয়ায় শ্রমবাজার শিগগিরই চালু হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় শ্রমবাজার শিগগিরই চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রোববার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারানের সঙ্গে বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আশাবাদী।’

মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান ড. আবদুল মোমেন। বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি বলেন, ‘শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হবেন।’

‘আমি তাকে ইতিবাচক দেখেছি’ উল্লে­খ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন।

বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

মালয়েশিয়ায় শ্রমবাজার শিগগিরই চালু হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম