Logo
Logo
×

জাতীয়

প্রাথমিকে সৃষ্টি হচ্ছে সহকারী প্রধান শিক্ষকের পদ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৪ পিএম

প্রাথমিকে সৃষ্টি হচ্ছে সহকারী প্রধান শিক্ষকের পদ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. আকরাম-আল হোসেন।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ইতিমধ্যেই এ সংক্রান্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে সচিব বলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ প্রস্তাব পেলে সহকারী প্রধান শিক্ষক পদের বেতন স্কেল নির্ধারণ করা হবে বলে জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।  ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।  এটি একেবারে শেষ পর্যায়ে আছে।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।  এ পদটি হবে ১২তম গ্রেড।

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৬২৬টি।  এগুলোতে শিক্ষক রয়েছেন সাড়ে ৩ লাখের মতো।  তবে সেগুলোতে সহকারী প্রধান শিক্ষকের কোনো পদ নেই।

প্রাথমিকে সৃষ্টি হচ্ছে সহকারী প্রধান শিক্ষকের পদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম