Logo
Logo
×

জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে মুজিববর্ষের কালকের কর্মসূচি স্থগিত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:০৪ এএম

প্রাথমিক বিদ্যালয়ে মুজিববর্ষের কালকের কর্মসূচি স্থগিত

প্রতীকী ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

মঙ্গলবার সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে। 

এর আগে মন্ত্রিসভা আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। 

প্রাথমিক বিদ্যালয় মুজিববর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম