কেউ কোয়ারেন্টিন না মানলে স্থানীয় প্রশাসনকে জানান: স্বাস্থ্য অধিদফতর
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৭:৩১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, লোকজনকে আমরা সাবধান করছি। কিন্তু যারা কোয়ারেন্টিন মানছেন না, তাদের পরিবার ও দেশবাসীর প্রতি দায়িত্ব রয়েছে। কেউ কোয়ারেন্টিন না মানলে স্থানীয় প্রশাসন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়কে খবর দিতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন এ তথ্য জানিয়েছেন।
এই চিকিৎসক বলেন, আমাদের চিকিৎসক ভাইবোনদের বলব– এটি জাতীয় দুর্যোগ। আমাদের দায়িত্ব হলো– আমরা যে চিকিৎসক হয়েছি, স্বাস্থ্যসেবায় নিজেদের নিয়োজিত করেছি, তা মানুষের সেবা দেয়ার জন্য।
‘কাজেই তাদের প্রয়োজনীয় যে নিরাপত্তাব্যবস্থা, নিরাপত্তা পোশাক ও অন্যান্য জিনিস, সেগুলো আমরা সরবরাহ করছি।’
আবুল কালাম আজাদ বলেন, তিন মাসের মজুদ একসঙ্গে দিতে পারব, সে কথা বলতে পারব না। কিন্তু সাপ্তাহিক কিংবা দৈনিক ভিত্তিতে তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা সরবরাহ করছি।
তিনি জানান, রাজশাহীতে নিরাপত্তাসামগ্রী নেই, শুনেই আমরা পাঠানোর ব্যবস্থা করেছি। ঢাকা মেডিকেল কলেজে গতকাল ৫০০ পিপিই দেয়া হয়েছে। একদিনে সেগুলো খরচ হওয়ার কথা না। আমরা নিয়মিত এভাবে হাজার হাজার পিপিই সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছি। কোনো চিকিৎসা কেন্দ্রেই পিপিইর কোনো অভাব হবে না।
‘অনেকে ভয় পাচ্ছেন, কিংবা অনেকের মধ্যে এ ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকার প্রবণতা রয়েছে। কিন্তু আমরা সবাইকে বলব– জাতির স্বার্থে ও বৃহত্তর মানবতার স্বার্থে, যেহেতু আমরা চিকিৎসক হয়েছি, চিকিৎসাকর্মী হয়েছি, সেবা কাজ থেকে নিজেদের বিরত রাখব না।’
তিনি বলেন, কাজেই নিরাপত্তা ছাড়া রোগীর সেবা করতে কাউকে পরামর্শ দেব না।
