Logo
Logo
×

জাতীয়

করোনায় এনআইডি সেবা স্থগিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৫:৪৪ এএম

করোনায় এনআইডি সেবা স্থগিত

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে ৩১ মার্চ পর্যন্ত এনআইডি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এই সময়ে দেশের সব এনআইডি পরিষেবার কেন্দ্রীয় ও উপজেলা/থানা অফিসসহ সব ইসি অফিস বন্ধ থাকবে।

সম্প্রতি ইতালিফেরত লোকজন ভোটার হিসেবে নিবন্ধিত হতে এবং এনআইডি কার্ড পেতে ইসি অফিসে আসছেন। এদের মাধ্যমে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এটি ইসির কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। ইসি কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে এই পরিষেবাগুলো স্থগিত করা হয়েছে।

তবে জরুরি সেবাগুলো ৩১ মার্চ পর্যন্ত দেয়ার বিষয়ে ইসি অফিস বিবেচনা করবে বলে জানান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। 

এনআইডি সেবা স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম