Logo
Logo
×

জাতীয়

১০ টাকার চালের বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১১:২৯ এএম

১০ টাকার চালের বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে কর্মহীন মানুষদের জন্য দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।

সোমবার খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
 
পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

রোববার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন।

ওএমএস চাল ১০ টাকার চাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম