Logo
Logo
×

জাতীয়

দেশ একজন প্রকৃত শিল্পোদ্যোক্তাকে হারাল

Icon

আবুল কাসেম খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৯:৫২ পিএম

দেশ একজন প্রকৃত শিল্পোদ্যোক্তাকে হারাল

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও বিল্ডের সভাপতি আবুল কাসেম খান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত শিল্ট উদ্যোক্তাকে হারাল। তিনি ছিলেন অনেক সাহসী।

ঝুঁকি নিয়ে শিল্পের বহুমুখী খাতে তিনি বিনিয়োগ করেছেন। বিনিয়োগ করে সফলও হয়েছেন। তিনি নতুন উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণার জোগানদার হয়ে থাকবেন। একই সঙ্গে তিনি সব সময় নতুন নতুন শিল্প খাতের দিকে ঝুঁকতেন। দেশে অনেক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে তিনিই ছিলেন পাইওনিয়ার।

পরে ওইসব শিল্পে অনেকে পুঁজি বিনিয়োগ করেছেন। কিন্তু তিনিই ছিলেন ওই শিল্পের অগ্রপথিক। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, যমুনা গ্রুপ তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। একই সঙ্গে নতুন নতুন শিল্প খাতে আরও বেশি পরিমাণে বিনিয়োগে এগিয়ে আসবে।
 

নুরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম