|
ফলো করুন |
|
|---|---|
এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, কঠিন বাস্তবতাকে মোকাবেলা করে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ৪১টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
এগুলোতে হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছেন। প্রতিষ্ঠানগুলোকে সফলভাবে পরিচালনা করে তিনি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প খাতের অপূরণীয় ক্ষতি হল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, যমুনা গ্রুপ দেশের শিল্প খাতে অনেক নতুন নতুন উদ্যোগ নিয়ে সেগুলো বাস্তবায়ন করেছে। এতে দেশের অর্থনীতিতে যেমন গ্রুপের অবদান বেড়েছে, তেমনি বেড়েছে শিল্প খাতের প্রসার।
