Logo
Logo
×

জাতীয়

এ রকম উদ্যোক্তা দেশে খুব কম আছে

Icon

আবদুল মাতলুব আহমাদ, সাবেক সভাপতি, এফবিসিসিআই

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১০:১০ পিএম

এ রকম উদ্যোক্তা দেশে খুব কম আছে

এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, তার রেখে যাওয়া শিল্প রিস্ক টেকার, জীবনবাজি রেখে শিল্পে বিনিয়োগ করার মতো উদ্যোক্তা দেশে আর নেই বললেই চলে। যখন আমি ব্যবসা শুরু করি, তখন যমুনা গ্রুপের এত বড় অবস্থান ছিল না।

সে সময় তিনি বড় বিনিয়োগের স্বপ্নের কথা বলতেন। বিনিয়োগের পরিকল্পনাও করতে অসীম সাহস নিয়ে। স্বল্পমেয়াদি চিন্তা-ভাবনা থেকে তিনি কখনও বিনিয়োগ করেনি। তার সব বিনিয়োগ দীর্ঘমেয়াদি। যেমন যমুনা ফিউচার পার্কের মতো এত বিশাল শপিংমল করার কথা তখন থেকেই চিন্তায় ছিল। এ রকম উদ্যোক্তা দেশে খুব কম আছে। আশা করি, তার অপূর্ণ কাজগুলো উত্তরাধিকাররা সফলভাবে পরিপূর্ণ করবে।
 

নুরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম