Logo
Logo
×

জাতীয়

অনেক খাতে বিনিয়োগে তিনি পাইওনিয়র

Icon

শামস মাহমুদ, সভাপতি, ডিসিসিআই

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১১:১০ পিএম

অনেক খাতে বিনিয়োগে তিনি পাইওনিয়র

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বলেন, একাত্তরের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে আমরা দেশপ্রেমিক একজন উদ্যোক্তাকে হারালাম। তিনি সব সময় দেশের কথা চিন্তা করতেন, যা তার বিনিয়োগের দিকে তাকালে বোঝা যায়।

দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিশাল অবদান রেখেছেন। ব্যবসা-বাণিজ্যের সব খাতেই তার পদচারণা ছিল। তবে তিনি বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে মৌলিক শিল্প স্থাপন করতেন। এর মধ্যে আবাসন, টেক্সটাইল, মিডিয়া, ইলেকট্রনিক্স- সব খাতেই তার বিনিয়োগে পণ্য বহুমুখীকরণের উৎকৃষ্ট উদাহরণ। অনেক খাতে বিনিয়োগে তিনিই পাইওনিয়ার ছিলেন। পরবর্তী সময়ে অনেকে তার পথ অনুসরণ করেন। ব্যক্তিগত অভিজ্ঞতা

তুলে ধরে শামস মাহমুদ বলেন, নুরুল ইসলাম আমার কাছে অভিভাবকের মতো ছিলেন। নতুন উদ্যোক্তাদের উপদেশ দিতেন। কখনও ভাবতেন, বুদ্ধি-পরামর্শ দিলে তার ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তার কাছে উপদেশ-পরামর্শ চেয়ে কখনও নিরাশ হইনি। ভুল করলে রাগ করতেন। কিন্তু পরক্ষণেই আবার পরম মমতায় সবকিছু বুঝিয়ে দিতেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।
 

নুরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম