Logo
Logo
×

জাতীয়

প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে শিল্প গড়েছেন

Icon

মোহাম্মদ আলী খোকন, সভাপতি, বিটিএমএ

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১১:৩৩ পিএম

প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে শিল্প গড়েছেন

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, নুরুল ইসলাম অনেক প্রতিকূল পরিবেশ ও নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করে শিল্প গড়ে তুলেছেন। একটি শিল্প করতে অনেক ধরনের বাধা অতিক্রম করতে হয়।

শিল্পের সরকারি অনুমোদন পাওয়া থেকে শুরু করে ব্যাংকঋণ, পণ্য বাজারজাতকরণ- সব ক্ষেত্রেই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। এসব মোকাবেলা করেই তিনি একের পর এক শিল্প স্থাপন করেছেন। বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য। তিনি শুধু টেক্সটাইল সেক্টরই নয়, অনেক খাতে তার বিনিয়োগ ছিল। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক নির্মাণ করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 

নুরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম