দেশ ও মানুষের জন্য কিছু করার প্রচণ্ড বাসনা ছিল
মো. সোহরাব উদ্দীন
প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১১:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের ছোট ভাই মো. সোহরাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে আমার ভাইয়ের মতো একজন শিল্পপতি নেই। তিনি সবসময় দেশ ও মানুষের জন্য কিছু করার চিন্তা করতেন। দেশে অনেক শিল্পপতি আছেন, কিন্তু তার মতো ক্ষণজন্মা পুরুষ বিরল।
যে কোনো কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি দৃঢ় থাকতেন। তিনি বলেন, আমার ভাই তার স্বপ্ন হয়তো শেষ করে যেতে পারেননি। কিন্তু তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে তার উত্তরাধিকারী হিসেবে যারা রয়েছেন তারা সম্পাদন করবেন সেই আশাই করছি।
