Logo
Logo
×

জাতীয়

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বিভিন্ন স্থানে শোক স্মরণ অব্যাহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৪:৪১ পিএম

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বিভিন্ন স্থানে শোক স্মরণ অব্যাহত

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন স্থানে শোকসভা, র‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। এসব কর্মসূচিতে নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করা হয়। 

এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন দেশপ্রেমিক শিল্প উদ্যোক্তা। দেশের বাইরে তিনি এক টাকাও বিনিয়োগ করেননি। দেশের টাকা দেশেই কাজে লাগিয়েছেন এই শিল্পপতি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি বীরের মতো যুদ্ধ করেছেন। স্বাধীনতার পর তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন। কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তিনি হাজারও পরিবারে হাসি ফুটিয়েছেন। এ কারণে তিনি দেশের মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক শিল্প উদ্যোক্তাকে হারিয়েছেন, যিনি তার অর্থ দেশেই বিনিয়োগ করেছেন। দেশের টাকা বাইরে পাচার করেননি। 

এদিকে শোকসভায় নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর

কেন্দুয়া (নেত্রকোনা) : শোকসভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাব সভাপতি আবুল কাশেম আকন্দ। যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক জিয়াউর রহমানের সঞ্চালনায় দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন  বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সফলতার কাহিনী তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ডা কলেজের প্রভাষক আবু ইউসুফ উজ্জ্বল, কবি নেহাল হাফিজ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদক ও সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামরুল কবীর ভ‚ঞা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আসাদুল করিম মামুন, কেন্দুয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবদুল মান্নান ভূঞা প্রমুখ। শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন আবুল কাশেম আকন্দ। 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আওলাদ হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সহ-সভাপতি মো. শাজাহান খান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রয়েল, সাংগঠনিক সম্পাদক নিতুল হোসেন, আরিফুল ইসলাম শ্যামল, উজ্জ্বল দত্ত, মীর রাতুল, অমিত খান, আমিনুল ইসলাম মাসুম, মাওলানা মমিনুল ইসলাম প্রমুখ।

পুঠিয়া (রাজশাহী): যুগান্তরের পুঠিয়া প্রতিনিধির উদ্যোগে শোকসভায় সভাপতিত্ব করেন পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটন। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কেএম রেজা, সহ-সভাপতি সাজেদুর রহমান, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক তারেক মাহামুদ, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, এসএম শামসুজ্জোহা খান, মাহাফুজুর রহমান তুহিন, ইউনুস আহমেদ শিশির, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এসএম হাসানুল ইসলাম সেন্টু, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ডলার, সদস্য এসএম আবদুর রহমান, মাজিদুর রহমান মাজদা ও মারসিফুল ইসলাম সুইট প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ): মোনাজাত পরিচালনা করেন তাকওয়া ফাউন্ডেশনের সহকারী টিম লিডার ও ভরাডোবা বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মো. আশরাফুল আলম হাবিবী। ভালুকা ডটকম পরিবারের সভাপতি শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা প্রেস ক্লাব সভাপতি এসএম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, ভালুকা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান তরফদার, দৈনিক যুগান্তরের ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, সাংবাদিক শাহ মো. আলী আজগর, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সদস্য মো. মাইন উদ্দিন, সাংবাদিক মাহমুদুল হাসান ফুরাত, রফিকুল ইসলাম হীরন, আফরোজা আক্তার জবা, ভালুকা ক্লাবের সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রিয়াদ, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক এসএম ফিরোজ আহম্মেদ, সেলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রকিবুল হাসান রোজেল।

মধুপুর (টাঙ্গাইল) : যমুনা গ্র“পের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের মধুপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ওই স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মধুপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু।

সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন যুগান্তর প্রতিনিধি এসএম শহীদ, প্রেস ক্লাবের সদস্য অধ্যাপক মেসবাহ উদ্দিন  আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান। উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরন্নবী শিহাব, সাংবাদিক নাজমুছ সাদাৎ নোমান, মোজাম্মেল হক, সংবাদপত্র এজেন্ট নুরুল ইসলাম, সংবাদপত্রসেবী  শহীদুল মুন্সি, আজাদ প্রমুখ। মওলানা মিরাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

সিংগাইর (মানিকগঞ্জ) : সোমবার সিংগাইর প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. কোহিনূর ইসলাম রাব্বি। এ সময় বক্তব্য রাখেন সিংগাইর পৌর মেয়র অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ভঁ‚ইয়া জয়। এতে উপস্থিত ছিলেন কমিশনার মো. সমেজ উদ্দিন, আজম খান, কামাল হোসেন, শামসুল ইসলাম, হাবিবুর রহমান হাবু, সিংগাইর যুগান্তর প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, সাংবাদিক আতাউর রহমান, মোহাম্মদ আলী রিপন, রকিবুল হাসান বিশ্বাস, হাবিবুর রহমান, আব্দুল­াহ আল-মামুন, সমাজ সেবক কামাল দেওয়ান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুল হক।

রামপাল (বাগেরহাট): বাগেরহাট রামপাল উপজেলার যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই স্মরণসভায় যুগান্তর রামপাল প্রতিনিধি সুজন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা তপন কুমার গোলদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রামপাল যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নীল কমল তরফদার, ঝলমলিয়া শেফালীকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঞ্চুপদ রায়, হুড়কা ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার পাল, ইউপি সদস্য পুন্যেন্দু বোস, সাংবাদিক সেকেন্দার মোড়ল, সবুজ রায় প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ): যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান ও শিল্প উদ্যোক্তা । তার মৃত্যুতে দেশ একজন শিল্প উদ্যোক্তা হারিয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ ত্রিশালের  প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন নুরুল ইসলাম বাবুল শিল্প প্রতিষ্ঠান গড়ে দেশের অর্থনৈতিক অবস্থায় ব্যাপক ভূমিকা রেখেছেন তেমনি মানব সেবা করার জন্যও নিজেকে সব সময়  নিয়োজিত রেখেছেন। সোমবার দুপুরে  যমুনা গ্রুপের চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনায় ত্রিশাল যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে  স্মরণ সভা ও দোয়া  মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাদানী এ কথা গুলো বলেন।

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যাপক খবিরুজ্জামানের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি খোরশিদুল আলম মজিবের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাংলাদেশ সাংবাদিক সমিতির ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক ইমরান হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। 

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি।

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ: ‘কর্মের মধ্য দিয়েই মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন যুমনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার সততা, কর্মদক্ষতা, শিল্প প্রতিষ্ঠান গড়ে দেশের বেকারত্ব দূরীকরণে ভ‚মিকার কথা দেশবাসী কখনও ভুলবেন না।’
সোমবার বাদ আছর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখা অনুষ্ঠানের আয়োজন করে। 

বক্তারা বলেন, ‘দেশের বেকার সমস্যা দূর করতে সবসময় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা ভাবতেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। একে একে ৪১টি প্রতিষ্ঠান তৈরি করে তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তিনি একজন সাহসী শিল্পোদ্যোক্তা ও দেশপ্রেমিক ছিলেন। স্বাধীনতাযুদ্ধে তার অগ্রণী ভ‚মিকা ছিল। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভ‚মিকা অনন্য। তার দৃষ্টিভঙ্গি ছিল বিশাল। ছিলেন স্পষ্টভাষী। এত বড় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। সাহসিকতার সঙ্গে তিনি দৈনিক যুগান্তর ও যমুনা টিভিকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প ও গণমাধ্যমের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’ 

যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার উপদেষ্টা, যুগান্তরের স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার; প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক হাজী মো. মহসীন, কবি ও ব্যাংকার মোয়াজ্জেনুল হক, সাংবাদিক শাহাদাত হোসেন রতন, মাজারুল ইসলাম, হুমায়ুন কবির, আলহেরা ইসলামী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান, ছড়াকার মোফাখখার সাগর, কারী ইউসুফ প্রমুখ বক্তব্য দেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।

দনিয়া: ‘বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে দেশ হারাল একজন সাহসী মুক্তিযোদ্ধাকে। তিনি ছিলেন একজন দেশ প্রেমিক। দেশ মাতৃকার টানে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেই তিনি ক্ষান্ত হননি। বরং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত করতে তিনি অসামান্য অবধান রেখেছেন। যিনি অত্যন্ত পরিশ্রম করে তিলে তিলে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। যেখানে হাজার হাজার মানুষকে কাজ দিয়ে তিনি জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়েছেন। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন।’

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এ কথা বলেন।

বক্তারা আরও বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন বড় মনের মানুষ। তিনি চলে গেলেও তার এ অবদান চিরভাস্বর, চিরঅম্লান হয়ে থাকবে। বিশ্বের দরবারে দেশের ভাবমুর্তি উজ্জল করেছেন। যিনি মৃত্যুর সময়ও এক টাকাও খেলাপি ছিলেন না। এ বীর সাহসী মুক্তিযোদ্ধাকে হারিয়ে দেশ একজন বড় শিল্প উদ্যোক্তাকে হারিয়েছেন যা অপুরনীয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে সোমবার বাদ আছর ওয়ার্ডের মেরাজনগর কাউন্সিল অফিস কার্যালয়ে যুগান্তর পত্রিকার দনিয়া প্রতিনিধি খোরশেদ আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মেরাজনগর জামে মসজিদের ঈমাম আবু সুফিয়ান।

এ সময় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক সোহাগ শাহরিয়ার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন দেওয়ান, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন খান, কদমতলী থানা আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ, খলিলুর রহমান, তাপস মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ ৫৯ নম্বর ওয়ার্ড নেতা নাদিম হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. সেলিম, আওয়ামী লীগ নেতা আবদুস ছোবহানসহ কদমতলী থানা ছাত্রলীগ নেতা জিহাদসহ  এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যমুনা শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম