বিএসএমএমইউতে করোনা সেন্টারে ৪টি বেড দিলেন সেনাপ্রধান
যুগান্তর রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ২১:৫৯:৫৭ | অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা সেন্টারে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবার জন্য নিরাপদ, সুরক্ষা ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৪টি নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি ( Negative Pressure Isolation Canopy) করোনা বেড প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে ৪টি করোনা বেড হস্তান্তর করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, এ্যানালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
এই নেগেটিভ পেশার আইসোলেশন ক্যানোপি অত্র বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ব্যবহার করা হবে। কোভিড রোগীদের চিকিৎসা প্রদান করার সময় ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ধরণের বেড ব্যবহার করা হবে। মূলত এই ধরণের নেগেটিভ পেশার আইসোলেশন ক্যানোপি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আধুনিক চিকিৎসাসেবা প্রদানে যেমন সহায়ক, একই সঙ্গে রোগী ও করোনাভাইরাসে আক্রান্তদের সেবাদানকারী ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক-নার্সদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মহতী উদ্যোগের জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এভাবে দেশের বিভিন্ন বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিএসএমএমইউতে করোনা সেন্টারে ৪টি বেড দিলেন সেনাপ্রধান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা সেন্টারে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবার জন্য নিরাপদ, সুরক্ষা ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৪টি নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি ( Negative Pressure Isolation Canopy) করোনা বেড প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে ৪টি করোনা বেড হস্তান্তর করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, এ্যানালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
এই নেগেটিভ পেশার আইসোলেশন ক্যানোপি অত্র বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ব্যবহার করা হবে। কোভিড রোগীদের চিকিৎসা প্রদান করার সময় ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ধরণের বেড ব্যবহার করা হবে। মূলত এই ধরণের নেগেটিভ পেশার আইসোলেশন ক্যানোপি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আধুনিক চিকিৎসাসেবা প্রদানে যেমন সহায়ক, একই সঙ্গে রোগী ও করোনাভাইরাসে আক্রান্তদের সেবাদানকারী ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক-নার্সদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মহতী উদ্যোগের জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এভাবে দেশের বিভিন্ন বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে।