Logo
Logo
×

জাতীয়

দেশে ফিরে যা বললেন রায়হান কবির (ভিডিওসহ)

Icon

আতাউর রহমান, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ১১:০৪ এএম

দেশে ফিরে যা বললেন রায়হান কবির (ভিডিওসহ)

ছবি: যুগান্তর

বাবা-মার কাছে ফিরে এসেছেন রায়হান কবির। শুক্রবার রাত দেড়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। 

সেখান থেকে ভোরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার বাড়িতে ফেরেন রায়হান। বাড়িতে ফিরে এলে সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় রায়হানের মা-বাবা দুজনেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

শনিবার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রায়হান কবির বলেন, আমি দেশে ফিরে এসেছি সে অনুভুতি ভাষায় প্রকাশ করার মত নয়। আমি আমার বাবার কাছে ফিরে এসেছি। মায়ের কাছে ফিরে এসেছি। এটাই অনেক কিছু আমার কাছে।
 
আমাকে ফিরিয়ে আনার সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের জনগণের, প্রেস মিডিয়ার (গণমাধ্যম) এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের এইম(ইচ্ছা) হচ্ছে আপনারা সমাজের দর্পন হিসেবে কাজ করবেন, সত্য তুলে ধরবেন। আপনাদের ইচ্ছা থেকেই তা করছেন। তেমনি আমার ও একটা ইচ্ছা অনেক আগে থেকেই জন্ম নিয়েছে যে আমি প্রবাসীদের নিয়ে কাজ করব। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা।

বাংলাদেশের অর্থনীতি সচল রাখছেন তারা। করোনাকালে টানা দুইবার রেমিটেন্সের রেকর্ড ভঙ্গ করেছেন তারা। এত বড় একটা অর্জন প্রবাসীদের। সেই হিসেবে প্রবাসীদের দুঃখ-দুর্দশা দেখার লোক খুবই কম। তাদের কষ্টের কথাগুলো বাইরে যায় না। তাই তাদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আগে থেকেই। 

কতটুকু দক্ষতা নিয়ে করতে পেরেছি জানি না। 

রায়হান কবিরকে শুক্রবার রাত ৯টায় তাকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। রাত ১১ ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।
গত ২৪ জুলাই তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। 

এই প্রতিবেদন প্রকাশের পর অনেক খোঁজাখুঁজি করে ২৫ জুলাই রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।

রায়হান কবির ২০১৪ সালে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রায়হান। পরে মালয়েশিয়া গিয়ে পার্টটাইম চাকরির পাশাপাশি পড়াশোনা করছিলেন তিনি। 

সেখানে বিএ পাস করার পর গত ঈদুল ফিতরের আগে একটি কোম্পানিতে স্থায়ী চাকরি হয় তার। 

কিন্তু কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার পর বিপত্তিতে পড়েন রায়হান কবির।

রায়হান কবির বিশেষ সাক্ষাৎকার ভিডিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম