ওসি প্রদীপের নির্মম নির্যাতনের বর্ণনা দিলেন সেই সাংবাদিক (ভিডিওসহ)
যুগান্তর রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ২২:৪১:২৭ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সাজানো মামলায় দীর্ঘ ১১ মাস ৫ দিন কারাভোগের পর বৃহস্পতিবার জামিনে মুক্ত হন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। এরপর শুক্রবার যুগান্তরকে ওসি প্রদীপের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন তিনি।
সাংবাদিক ফরিদুল জানান, আমাকে প্রথমে ক্রসফায়ার দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই। আমাকে থানায় ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। চোখে মরিচের গুঁড়া দেয়, আঙ্গুলের নখ উপড়ে ফেলার চেষ্টা চালায়। এক পর্যায়ে আমি চিৎকার করে পানি চাই। তখন ওসি প্রদীপ তার প্যান্টের চেন খুলে প্রস্রাব করে, বাথরুম থেকে মল তুলে দেয়।
বিস্তারিত ভিডিওতে...
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওসি প্রদীপের নির্মম নির্যাতনের বর্ণনা দিলেন সেই সাংবাদিক (ভিডিওসহ)
কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সাজানো মামলায় দীর্ঘ ১১ মাস ৫ দিন কারাভোগের পর বৃহস্পতিবার জামিনে মুক্ত হন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। এরপর শুক্রবার যুগান্তরকে ওসি প্রদীপের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন তিনি।
সাংবাদিক ফরিদুল জানান, আমাকে প্রথমে ক্রসফায়ার দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই। আমাকে থানায় ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। চোখে মরিচের গুঁড়া দেয়, আঙ্গুলের নখ উপড়ে ফেলার চেষ্টা চালায়। এক পর্যায়ে আমি চিৎকার করে পানি চাই। তখন ওসি প্রদীপ তার প্যান্টের চেন খুলে প্রস্রাব করে, বাথরুম থেকে মল তুলে দেয়।
বিস্তারিত ভিডিওতে...