Logo
Logo
×

জাতীয়

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ পিএম

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ

প্রতীকী ছবি

নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ। মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। টেলিফোন কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

 

নেপাল সার বাংলাদেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম