Logo
Logo
×

জাতীয়

জন্মদিনে শেখ হাসিনাকে উপহার পাঠালেন মমতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৫ এএম

জন্মদিনে শেখ হাসিনাকে উপহার পাঠালেন মমতা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে এ উপহারসামগ্রী প্রধানমন্ত্রী দফতরে এসে পৌঁছায়।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) বি এম জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দফতরে উপহার সামগ্রী পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে তারা উপহারটি বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর জন্য কিছু উপহারসামগ্রী পাঠিয়েছেন। সন্ধ্যায় হাইকমিশনারের একজন প্রতিনিধি ঢাকার উদ্দেশ্যে এসব উপহার নিয়ে রওনা হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
   

 

মমতা উপহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম