নোয়াখালীর সেই নারী নির্যাতন মামলার আসামি শাহবাগ থেকে গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০৩:২৪ পিএম
নোয়াখালীর নারী নির্যাতনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে শাহবাগ এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রেণির মানুষ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে নির্যাতন ও বিবস্ত্র ছবি ভাইরাল মামলায় সাজু নামের এক আসামিকে রাজধানীর শাহবাগ এলাকা গ্রেফতার করেছে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ চৌধুরী যুগান্তরকে এ তথ্য জানান।
তিনি জানান, এ মামলার এক আসামি সাজুকে ঢাকার শাহবাগ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারকে এখলাসপুরে বাড়ি থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় নয় জনের মধ্যে ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ দুজন আসামিকে মঙ্গলবার আদালতে চালান করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল আদালতের হাকিম মাসফিকুল হক দীর্ঘ শোনানির পর এজাহারভুক্ত আাসামি সাজুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নারী নির্যাতন মামলায় ৫ দিন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় তাকে ২ দিন রিমান্ডে পাবে পুলিশ।
একই আদালত এজাহার বহির্ভূত আসামি সাজু মেম্বারকে নারী নির্যাতন মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
