মগবাজার রেলক্রসিংয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৪:৩৬ পিএম
মগবাজার রেলক্রসিং। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে।
হাতিরঝিল থানার এসআই মো. হারুন অর রশিদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের দুজনের নাম সুমন দাস ও ফারহান জাভেদ।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা রাত সোয়া আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একজনের নাম সুমন দাস (৪৮)। দক্ষিণ কেরানীগঞ্জ নাজিরের বাগ মৃত নির্মল দাসের ছেলে।
অপর হলেন ফারহান জাভেদ (৩৫) কাপড় ব্যবসায়ী। তিনি রাজধানীর ইসলামপুরের মোহাম্মদ জাবেদ আজিজের ছেলে।
সুমনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
