ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামারদের একটি দল নিজস্ব উদ্যোগে ‘সুরক্ষা’ সফটওয়্যারটি তৈরি করেছে। এতে কোনো অর্থ ব্যয় হয়নি। এটি ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করা হচ্ছে।
নাগরিক নিবন্ধন ও টিকা দেওয়াসহ সংশ্লিষ্ট কাজে স্বাস্থ্য অধিদপ্তর এটি ব্যবহার করতে পারবে। সিস্টেমটির উন্নয়ন এবং পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), এটুআই এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করে যাচ্ছে।
‘সুরক্ষা’র প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: (ক) সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও টিকার কার্ড ডাউনলোডের ব্যবস্থা রয়েছে। (খ) টিকা গ্রহণ ও প্রদানের তথ্য অনলাইনের মাধ্যমে যাচাই ও মনিটরিং করা যাবে। (গ) দুই ডোজ সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা সিস্টেম থেকে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের সার্টিফিকেট পাওয়া যাবে। (ঘ) এনআইডি গেটওয়ে ‘পরিচয়’-এর মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই করা হবে। (ঙ) নিরাপদ নিবন্ধন নিশ্চিতকল্পে নিবন্ধনকৃত ব্যক্তির মোবাইল নম্বরে OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে। (চ) SMS-এর মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিকে টিকাদানের তারিখ ও তথ্য দেওয়া যাবে। (ছ) নাগরিকের টিকার ডোজ গ্রহণ সম্পর্কিত তথ্য QR code scan-এর মাধ্যমে নেওয়া এবং সংরক্ষণের ব্যবস্থা আছে। (জ) টিকা প্রদান সম্পর্কিত বিভিন্ন তালিকা, পরিসংখ্যান ও প্রতিবেদন প্রস্তুতের ব্যবস্থা আছে। (ঝ) জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
