Logo
Logo
×

জাতীয়

প্রয়াত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রীর ইন্তেকাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৮, ০৫:০৫ এএম

প্রয়াত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রীর ইন্তেকাল

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 

শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে রেখে গেছেন।

আনোয়ারা বেগমের বিশেষ সহকারী মোতাহার হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চরক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল।
 
রোববার সকাল ১০টায় তার কর্মস্থল ঢাকার উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বানানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার সাবেক অধ্যাপক এবং বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন।

অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ অধ্যাপক ড. আনোয়ারা বেগম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম