Logo
Logo
×

জাতীয়

দুদক কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন করলে যা করবেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:১৩ এএম

দুদক কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন করলে যা করবেন

প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে টেলিফোনে তদবির, ভয়ভীতি বা ঘুষ দাবি বলে দুদকের কল সেন্টারে জানানোর অনুরোধ করা হয়েছে।

শনিবার দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় ব্যক্তি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে টেলিফোন করে বা নিজেকে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অনৈতিক কোনো বিষয়ে তদবির, ভয়ভীতি দেখানো, ঘুষ দাবির মাধ্যমে সমাজের বিভিন্ন জনের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছেন। এদের কেউ কেউ আটকও হয়েছেন।’ 

এতে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন থেকে কখনও কারো সঙ্গে অনুসন্ধান বা তদন্তসংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে যোগাযোগ বা মৌখিক নোটিশ দেয় না। কমিশন তার সব কার্যক্রম লিখিতপত্রের মাধ্যমে সম্পন্ন করে থাকে।’ 

‘সুতরাং কেউ এরকম সন্দেহজনক কোনো টেলিফোন কল পেলে অথবা মৌখিকভাবে দুদকের কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে সন্দেহ হলে তার সত্যতা যাচাই এবং প্রতিকার পাওয়ার জন্য তাৎক্ষণিক দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (মোবাইল নং- ০১৭১১-৬৪৪৬৭৫) অথবা উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক (মোবাইল নং- ০১৭১১৫৭৩৮৭৪) অথবা দুদকের কল সেন্টার ১০৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’

দুদক কর্মকর্তা ফোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম