Logo
Logo
×

জাতীয়

আইডিয়া শেয়ারিং-প্ল্যানিং বিষয়ক প্রতিযোগিতা

‘দেশকে ভালোবেসে কাজ করতে হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১২:১৫ পিএম

‘দেশকে ভালোবেসে কাজ করতে হবে’

দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষনামূলক কাজ করছে বাংলাদেশ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স (বিডিএসটিইএম)।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া শেয়ারিং এবং প্ল্যানিং বিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। 

মঙ্গলবার ভার্চুয়ালি নির্বাচিত ৩৩টি প্রজেক্ট উপস্থাপনা এবং পরিকল্পনা প্রদানকারী দলগুলোর পরিচিত পর্ব ছিল। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। 

তিনি বলেন, তরুন শিক্ষার্থীদের মেধা, মনন, দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষাদানের মাধ্যমে দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে কাজ করবে বিডিএসটিইএম ফাউন্ডেশন। শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করছে-এটা দেশের জন্য কল্যাণকর। 

বিডিএসটিইম জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক আল নকীব চৌধুরি বলেন, বিডিএসটিইম উন্নয়নের শিক্ষা, গবেষণা ও স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছে এবং আগামীতেও করবে। শিক্ষার্থীরা যে প্রজেক্টগুলো দিয়েছে সেগুলো সবগুলোই অত্যন্ত সুন্দর এবং অভিনব। এছাড়া অনুষ্ঠানে বিডিএসটিএম এর জাতীয় কমিটির সেক্রেটারি জেনারেল ড মঈদুস সামাদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উল্লেখ্য দেশের ২৬ টি বিশ্ববিদ্যালয়ের ২৩৮ টি দল প্রতিযোগীতায় অংশ নেয়। তার মধ্যে ৩৩টি দলের প্রজেক্টকে অভিজ্ঞ প্যানেন দ্বারা নির্বাচন করা হয়। এগুলো পুনরায় মূল্যায়নের মাধ্যমে সেরা ৩টি প্রজেক্ট পরিকল্পনা নির্বাচন করা হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা করা হবে। 

আইডিয়া শেয়ারিং -প্ল্যানিং বিষয়ক প্রতিযোগিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম