রাসিক মেয়রের সঙ্গে যুগান্তর সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম।
রোববার দুপুরে নগর ভবনে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা।
মতবিনিময়কালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও উন্নয়নের প্রশংসা করেন যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম। মেয়র এ সময় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুগান্তর সম্পাদকের সহযোগিতা চান। লেখনির মাধ্যমে রাজশাহী মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার বিষয়ে মেয়র লিটনকে আশ্বাস প্রদান করেন যুগান্তর সম্পাদক। এ সময় যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফা উপস্থিত ছিলেন।
